মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

মাহবুবে ইয়াজদানীর সংক্ষিপ্ত পরিচয়ঃ

তারিকুস সালতানাত, মাহবুবে ইয়াজদানী, গাউসুল আলম, শাহ সুলতান সৈয়দ মােহাম্মদ মীর আওহাদুদ্দীন মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর  সংক্ষিপ্ত প্রশংসাঃ
*গাউছুল আলমঃ বেলায়াতের উচ্চস্তর।
*মাহবুবে ইয়াজদানীঃ আল্লাহর ডাকা নাম।
*সুলতানঃ তিনি সিমনান রাজ্যের বাদশাহ ছিলেন।
*সৈয়দ আশরাফঃ তাঁর নাম।
*জাহাঙ্গীরঃ (অধিকাংশ সুফিয়ায়ে কেরাম তাহাকে তখনকার সময়ের কুতুব বলে ডাকত) এই উপাধি

তাহাঁর পীরও মুর্শিদ দেওয়া উপাধি।
* সিমনানীঃ সিমনানী রাজ্যের দিকে সম্পর্কিত।  

গাউসুল আলম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাঃ) এর জিন্দেগীতে মাস ও বৎসরঃ

#দেশঃ সিমনান
#জন্মঃ আনুমানিক ৭০৯ হিজরী এবং  ৭১২ হিজরী মধ্যবর্তী সময়।
#বিসমিল্লাহ শুরুঃ বয়স যখন ৪ বৎসর ৪ মাস ৪দিন।
 #সাত কিরাতে কোরআন হিফজঃ বয়স ৭ বৎসর ৭১৬হিঃ-৭১৯হিঃ মধ্যবর্তী।
 #শরীয়তের পূর্ণ জ্ঞান জাহেরী বাতেনীঃ বয়স ১৪ বৎসর ৭২৪হিঃ-৭২৭হিঃ মধ্যবর্তী।
#বাদশাহী মসনদ আরােহনঃ বয়স ১৫ বৎসর ৭২৪ হিঃ-৭২৭হিঃ মধ্যবর্তী।
#বাদশাহী ত্যাগঃ বয়স ২৫ বৎসর ৭৩৪হিঃ- ৭৩৭হিঃ মধ্যবর্তী।
 #বায়াত ও খিলাফতঃ বয়স ২৭ বৎসর ৭৩৬ হিঃ-৭৩৯হিঃ মধ্যবর্তী।
#পীর ও মুর্শিদের খেদমতে পান্ডুয়াশরীফঃ ১ম বার-৬ বৎসর, ২য় বার-৪ বৎসর,৩য় বার-২ বৎসর, মােট ১২বছর। বয়স ৩৩ বছর ৭৪২হিঃ-৭৪৫হিঃ মধ্যবর্তী, ৮২৯হিঃ-৮৩২হিঃ মধ্যবর্তী,
#বয়সঃ ১২০ বছর।
#সমাধি স্থলঃ রূহাবাদ রসূলপুর, দরগী, জেলা- ফায়েজাবাদ (বর্তমান আম্বেদকর নগর) ইউ,পি,ভারত।
#গদ্দিনিশীনঃ কুওয়াতুল আফাক হযরত শায়েখ হাজী আব্দুর রাজ্জাক নুরুল আইন (রাঃ)। 
#নামঃ গাউসুল আলম মাহবুবে ইয়াজদানী সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাঃ) এর পবিত্র নাম ছিল সাইয়্যাদ মোহাম্মদ আশরাফ অথবা সাইয়্যাদ আওহাদুদ্দীন আশরাফ, নির্দিষ্ট আশরাফ ছিল। তিনি সৈয়দ আশরাফ নামে সু-প্রসিদ্ধ ছিলেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

  Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...