তারিকুস সালতানাত, মাহবুবে ইয়াজদানী, গাউসুল আলম, শাহ সুলতান সৈয়দ মােহাম্মদ মীর আওহাদুদ্দীন মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর সংক্ষিপ্ত প্রশংসাঃ
*গাউছুল আলমঃ বেলায়াতের উচ্চস্তর।
*মাহবুবে ইয়াজদানীঃ আল্লাহর ডাকা নাম।
*সুলতানঃ তিনি সিমনান রাজ্যের বাদশাহ ছিলেন।
*সৈয়দ আশরাফঃ তাঁর নাম।
*জাহাঙ্গীরঃ (অধিকাংশ সুফিয়ায়ে কেরাম তাহাকে তখনকার সময়ের কুতুব বলে ডাকত) এই উপাধি
* সিমনানীঃ সিমনানী রাজ্যের দিকে সম্পর্কিত।
গাউসুল আলম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাঃ) এর জিন্দেগীতে মাস ও বৎসরঃ
#দেশঃ সিমনান
#জন্মঃ আনুমানিক ৭০৯ হিজরী এবং ৭১২ হিজরী মধ্যবর্তী সময়।
#বিসমিল্লাহ শুরুঃ বয়স যখন ৪ বৎসর ৪ মাস ৪দিন।
#সাত কিরাতে কোরআন হিফজঃ বয়স ৭ বৎসর ৭১৬হিঃ-৭১৯হিঃ মধ্যবর্তী।
#শরীয়তের পূর্ণ জ্ঞান জাহেরী বাতেনীঃ বয়স ১৪ বৎসর ৭২৪হিঃ-৭২৭হিঃ মধ্যবর্তী।
#বাদশাহী মসনদ আরােহনঃ বয়স ১৫ বৎসর ৭২৪ হিঃ-৭২৭হিঃ মধ্যবর্তী।
#বাদশাহী ত্যাগঃ বয়স ২৫ বৎসর ৭৩৪হিঃ- ৭৩৭হিঃ মধ্যবর্তী।
#বায়াত ও খিলাফতঃ বয়স ২৭ বৎসর ৭৩৬ হিঃ-৭৩৯হিঃ মধ্যবর্তী।
#পীর ও মুর্শিদের খেদমতে পান্ডুয়াশরীফঃ ১ম বার-৬ বৎসর, ২য় বার-৪ বৎসর,৩য় বার-২ বৎসর, মােট ১২বছর। বয়স ৩৩ বছর ৭৪২হিঃ-৭৪৫হিঃ মধ্যবর্তী, ৮২৯হিঃ-৮৩২হিঃ মধ্যবর্তী,
#বয়সঃ ১২০ বছর।
#সমাধি স্থলঃ রূহাবাদ রসূলপুর, দরগী, জেলা- ফায়েজাবাদ (বর্তমান আম্বেদকর নগর) ইউ,পি,ভারত।
#গদ্দিনিশীনঃ কুওয়াতুল আফাক হযরত শায়েখ হাজী আব্দুর রাজ্জাক নুরুল আইন (রাঃ)।
#নামঃ গাউসুল আলম মাহবুবে ইয়াজদানী সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাঃ) এর পবিত্র নাম ছিল সাইয়্যাদ মোহাম্মদ আশরাফ অথবা সাইয়্যাদ আওহাদুদ্দীন আশরাফ, নির্দিষ্ট আশরাফ ছিল। তিনি সৈয়দ আশরাফ নামে সু-প্রসিদ্ধ ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন